IQNA

পর্ব- ৩

ভিডিও | বিজয়ী কমান্ডারদের উপহার স্বরূপ ইরাকের বিশিষ্ট ক্বারি “মুস্তাফা আল-গালেবী”র মনোমুগ্ধকর তিলাওয়াত

21:06 - January 09, 2021
সংবাদ: 2612089
তেহরান (ইনকা):  শহীদ কাসেম সোলাইমানী ও আবু মাহদী আল-মোহানদেস এবং তাদের সহযোদ্ধাদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের প্রসিদ্ধ ক্বারি মুস্তাফা আল-গালেবী এই শহীদদের উজ্জ্বল আত্মার প্রতি সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত তিলাওয়াত করে হাদিয়া করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা” কর্তৃক আয়োজিত “ইরাকে কুরআন তিলাওয়াত, বিজয়ী কমান্ডারদের আত্মার উপহার” অনুষ্ঠানের অংশ হিসেবে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযাররে খ্যাতনামা ক্বারি মুস্তাফা আল-গালেবী সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।  
 
ইরাকের এই বিশিষ্ট ক্বারি মনোমুগ্ধকর তিলাওয়াতটি নীচে তুলে ধরা হল: 
 
«وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ».

অনুবাদ: এবং যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বল না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা (তাদের জীবনকে) উপলব্ধি করতে পার না।

 
captcha